রিলিফের চাউল নিতে গিয়ে প্রাণ
দিতে হলো শেখ দিলু (৪০) নামে এক
ভ্যান চালককে। গত শুক্রবার খুলনা সদর
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত
৩
ยท৩০ মিঃ সে মারা যায়। নিহত দিলু
টুঙ্গিপাড়া উপজেলার
পাঁচকাউনিয়া গ্রামের পশ্চিম পাড়ার
বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ৪ নং ওয়ার্ডের
কাউন্সিলর ওহিদ শেখ জানান, গত
বৃহস্পতিবার দুপুরে ১ নং ওয়াডের্ঞ্চর
চাউল বিতরন করছিলেন কাউন্সিলর আবুল
কালাম আজাদ। ইউনুছ শেখ লাইন
পরিচালনা করার সময় হাফিজ শেখ লাইন
অমান্য করে চাল নেওয়ার
চেষ্ঠা করলে দুโ জনের
মধ্যে ধাক্কা ধাক্কি হয়। এক পর্যায় শুরু
হয় হাতাহাতি। এসময় হাফিজের
পক্ষে দিলু ও জামাল আসলে ইউনুছের
লোকজন ছলেমানের নেতৃত্বে এসে
লাঠি পেটা শুরু করলে উপস্থিত লোকজন
দুโদলে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
টুঙ্গিপাড়া থানার ওসি মাজাহারুল হক
জানান, খবর পেয়ে পুলিশ
গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মারাত্মক আহত অবস্থায় দিলুকে খুলনায়
এবং দুই জন নুরু(২৮) ,এসকেন্দার(৩০)
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাকী কয়েকজনকে প্রাথমিক
চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (তদন্ত) শ্যামলাল নাথ
জানিয়েছেন, গত শুক্রবার দিলু শেখ
খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
মারা যায়। এ ব্যাপারে যাদের আটক
করা হয়েছিল, তাদের
মধ্যে যারা নিরপরাধী তাদেরকে পৌর
মেয়র হাজী ইলিয়াছ সরদার , ২নং ও
৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লিটন
হোসেন এবং শেখ আঃ মান্নান জামিন
হয়ে বের করে নিয়ে আসে। ২৮
তারিখে টুংগীপাড়া থানায় ১৭ জন
কে আসামী করে মামলা দয়ের করা হয়।
তারা হলেন
১। ছলেমান শেখ(৪৮)
২।বাবু শেখ (২৮)
৩। শাজাহান(৪৯)
৪।মিজান (২৫),
৫।হাফিজ (৩৫),
৬।হবি (৬০),
৭।জাকির (৩০),
৮।আলামিন(২৮),
৯।পান্না (২২),
১০।ইজাবুল (১৯), ১১।চানমিয়া (৫০),
১২।আলম (২৭),
১৩।ইমদাদুল(৩২),
১৪।আইয়ুব (৭৫),
১৫।সাহিদ (২৮),
১৬।ছানা (৩৫),
১৭।ইউনুছ(৩২)।
টুংগীপাড়া থানা পুলিশ
আসামিদের আটোক করতে তৎপর।
|