টুঙ্গিপাড়া উপজেলার কুশলা গ্রামে মোবাইল ফোনে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে নারী-পুরুষ-শিশুসহ আহত হয়েছে ৪৫ জন। জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামের এক মহিলাকে একই গ্রামের হেদায়েতের ছেলে তুহিন মোল্যা (২৫) দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে উত্ত্যক্ত করে আসছিল। গতকাল শুক্রবার এ ঘটনার প্রতিবাদে দু’পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের প্রায় ৪৫ জন আহত হয়। এদের মধ্যে নান্না মোল্যা, শুকুর গাজী, টুটুল শেখ, হাফিজুর বিশ্বাস, আমিন শেখ, নজরুল মোল্যা, সোহাগ মোল্যা, সালাম গাজীসহ ২৬ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
টুংগীপাড়ায় ইয়াবা ব্যবসায়ী। গ্রেফতারঃ ৩ Oct 12, 2011
টুংগীপাড়ায় গত কাল (মঙ্গলবার)দুই’শ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে টুংগীপাড়া উপজেলার গওহরডাঙ্গা মাদ্রাসা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ওই উপজেলার গওহরডাঙ্গা গ্রামের শেখ সাহাবুদ্দিনের ছেলে জিকরুল আলম বিপুল (২৮), মোঃ আসাদুজ্জামান খানের ছেলে মোহামাদুলস্নাহ ওরফে মোহাম্মদ আলী (৩০) ও মজিবর শেখের ছেলে শফিক শেখ (২৮)। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোঃ মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, গ্রফতারকৃতরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। আজ ক্রেতা সেজে গোয়েন্দা পুলিশের দলটি গওহরডাঙ্গা মাদ্রাসা মাঠের পাশে ওই ৩ মাদক ব্যবসায়ীর কাছে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে গোয়েন্দা পুলিশ তাদের ধাওয়া করে বিলের মধ্যে থেকে গ্রেপ্তার করে। এ সময় বিপুলের কাছ থেকে একটি নিল পলিথিনের প্যাকেট থাকা দুই’শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে টুংগীপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। উপ-পরিদর্শক মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, বিপুল এক সময় বিদেশে ছিল। দেশে ফিরে ইয়াবা কেনা বেচা শুরু করে। পরপর তিনদিন অভিযান চালিয়ে আজকে তাদের ধরা হয়েছে।
ITEM
FIGURE
RANK
Area
7,115.00
A
1726
Population
29,593.00
P
865
Density of Population
4.16
P
1617
Literacy Rate
55.00
%
552
NER in Primary Education
51.37
%
1889
Girls' NER in Primary Education
53.93
%
1551
Improved Sanitary Latrine
53.11
%
778
Improved Drinking Water Source
72.75
%
3695
Electricity Connection
42.40
%
646
Source : BBS
As on (Date): Jan 27, 2001
Visitors
US 1687500
CN 274542
AU 209886
DE 107068
FR 93967
GB 90105
UA 69430
NL 58830
PH 55738