বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
গোপালগঞ্জে ২০১১-১২
শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তির আবেদনের
সময় শেষ হয়েছে ১২ অক্টোবর।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় মোট
সাত হাজার ৩৬৭ জন
শিক্ষার্থী তিনটি ইউনিটের
বিপরীতে আবেদন করেছেন। ‘এ’ ইউনিটের
(কম্পিউটার সায়েন্স আন্ড
ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থবিজ্ঞান ও
ইলেকট্রনিকস, গণিত) বিপরীতে তিন
হাজার ১৭৯ জন; ‘বি’ ইউনিটের
(ইংরেজি) বিপরীতে এক হাজার ৬০৪
জন; এবং ‘সি’ ইউনিটের (ব্যবস্থাপনা)
বিপরীতে দুই হাজার ৫৮৯ জন
শিক্ষার্থী আবেদন করেছেন।
বিশ্ববিদ্যালয়টিতে মোট
পাঁচটি বিষয়ে আসনসংখ্যা ১৫০টি এবং
মুক্তিযোদ্ধা কোটার
বিপরীতে দুটি করে মোট ১০টি আসন
নির্ধারিত আছে।
বিশ্ববিদ্যালয়ের
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫
নভেম্বর। এ জন্য তিনটি পরীক্ষাকেন্দ্র
নির্বাচন করা হয়েছে।
সেগুলো হলো সরকারি বঙ্গবন্ধু
বিশ্ববিদ্যালয় কলেজ, শেখ
ফজিলাতুন্নেসা মহিলা কলেজ ও এসএম
মডেল সরকারি উচ্চবিদ্যালয়।
|