মুরাদপুর চট্টগ্রাম জেলার অধীন সীতাকুণ্ড উপজেলার একটি আদশ ইউনিয়ন। এই ইউনিয়নের আয়তন ৫৩৩৫ একর। বাংলাদেশের প্রধান মহাসড়ক ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এই ইউনিয়নের পূব পাশ দিয়ে অবস্থিত। আর পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল। মুরাদপুর ইউনিয়নের জনসংখ্যা ২৬ হাজার ৫৯২জন (পুরুষ ---মহিলা----)।
এখানে নানা পেশা ও সংস্কৃতির মানুষ একসংগে বাস করে। মুরাদপুরে ১০০ভাগ স্যানিটেশন ব্যবস্থা রয়েছে। এই ইউনিয়নে অনেক কৃতি সন্তান জন্মগ্রহন করেন। বাংলাদেশের প্রথম বাণিজ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম আর সিদ্দিকী এবং সাবেক পানি সম্পদমন্ত্রী এল কে সিদ্দিকী, সাবেক পুলিশ প্রধান এ ওয়াই বি আই সিদ্দিকী মুরাদপুর ইউনিয়নের সন্তান। এছাড়া সচিব, শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, সামরিক-বেসামরিক করমকরতাসহ দেশে-বিদেশে নানা পেশায় জড়িত অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে এই ইউনিয়ন। সবশেষ তথ্য অনুযায়ী এ ইউনিয়নের শিক্ষার হার ৮০ভাগ (সূত্রঃ কেয়ার, কোডেক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়)।
এ কথা বলতে দ্বিধা নেই যে, মুরাদপুর বাংলাদেশের একটি আদশ ইউনিয়ন।