বসুন্দিয়ায় সেবার গাড়ির দ্বিতীয় দিন Jan 07, 2012
বসুন্দিয়ায় সেবার গাড়ির দ্বিতীয় দিন
গতকাল বসুন্দিয়ায় ছিল সেবার গাড়ির দ্বিতীয় দিন। পূর্ব বসুন্দিয়া বালিকা বিদ্যালয় পাঠপ্রাঙ্গণ সকাল বিকাল সব বয়সের মানুষের আনাগোনা ছিল মুখর। কেউ আসছেন পরদেশে থাকা সন্তানের সঙ্গে ভিডিও কলে দেখা করে কথা বলতে আবার কেউ আসছিলেন ঢাকার ব্যয়বহুল সব হাসপাতালের ডাক্তারের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্যসেবা পেতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের শিার্থীরা তাদের পাঠ থেকে এলাকার মানুষদের জানাচ্ছিলেন কীভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায়। যুগ যুগ ধরে চলে আসা কীটনাশকমুক্ত চাষাবাদের কৌশল নিয়ে এলাকার চাষীদের সঙ্গে আলাপ করছিলেন গবেষক দল। কীভাবে নিমপাতা, কাঁচা হলুদসহ অন্যান্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করেই পোকামাকড়ের হাত থেকে ফসল রা করা যায়।
দেশের প্রান্তিক অঞ্চলের মানুষের কাছে আরও বৃহৎ পরিসরে কীভাবে এ ধরনের সেবা পৌঁছে দেয়া যায় তারই আরেকটি পাঠ নেয়া হল গ্রাম দিবসের দ্বিতীয় দিনে। পরবর্তীতে বিস্তৃত পরিসরে এ কার্যক্রম চালানোর জ্ঞান-অভিজ্ঞতা সংগৃহীত হচ্ছে যেন প্রতিদিনই। পাশাপাশি প্রতিটি গ্রামের জন্য একটি করে ওয়েবসাইট তৈরির কার্যক্রমও চলছে। জাপানের ২৫ জন শিার্থীর এক গবেষক দল ৪ ভাগে বিভক্ত হয়ে পুরো বসুন্দিয়া ঘুরে বাংলার গ্রামের মানুষের জীবনযাপনের পাঠ নিচ্ছে। ভ্রাম্যমাণ সামাজিক সেবা ও তথ্যকেন্দ্রে উৎসবের আমেজে পালিত হচ্ছে গ্রাম দিবস। আশা করা যায় সারা দেশে এ কার্যক্রম বিস্তৃত হবে খুব শিগগির।