এইচ.এস.সি.-২০১২ইং এর ফলাফল প্রকাশ করা হয়েছে। |
অধ্যাপক আবদুল মজিদ কলেজ থেকে সকল কৃতকার্য ছাত্র-ছাত্রীদের জন্য গ্রামওয়েবের পক্ষ থেকে শুভেচ্ছা। অধ্যাপক আবদুল মজিদ কলেজ, কুমিল্লা বোর্ডে ১৪তম (সার্বিক), ৭ম (জিপিএ-৫)
গতকাল ১৮ই জুলাই’১২ইং রোজ বুধবার প্রকাশিত হলো বাংলাদেশের সকল শিক্ষাবোর্ডের এইচ.এস.সি.ও সমমানের পরীক্ষার ফলাফল। কুমিল্লা বোর্ডে এবছর পাশের হার ৭৪.৬০%। কুমিল্লা বোর্ডের সেরা ২০ কলেজের মধ্যে এবার মুরাদনগর থানার রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের অবস্থান ১৪তম (সার্বিক)। অপর দিকে কলেজ থেকে ৬০ জন জিপিএ-৫ পেয়ে বোর্ডে ৭ম স্থান অধিকার করেছে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজ। কলেজের রেংকিং পয়েন্ট হচ্ছে ৬১.৩৭। এবার এ কলেজ থেকে মোট ৮৮০জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ৭৩৭ জন, ফেল করেছে ১৪৩ জন, পাশের হার ৮৩.৭৫%। মানবিক বিভাগে মোট পরীক্ষার্থী -২৩২জন, পাশ করেছে ১৮৫ জন, পাশের হার ৭৯.৭৪%। বানিজ্য বিভাগে মোট পরীক্ষার্থী ৩৯৮ জন, পাশ করেছে ৩১৭ জন, পাশের হার ৮৮.৫৪%। বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ২৯১ জন, পাশ করেছে ২৩৫ জন, পাশের হার ৮০.৭৫%।
|