রাউজান পূর্বগুজরা অলিমিয়াহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক সাইদুল ইসলামের সভাপতিত্বে গত ১৪ জানুয়ারি বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পূর্ব গুজরা ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম.আব্বাস উদ্দিন আহমেদ। প্রধান আলোচক ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বড়ুয়ার পরিচালনায় সভায় অতিথি ছিলেন আধার মানিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, সাংবাদিক তৈয়ব চৌধুরী, ইউপি সদস্য রুবনা ইয়াছমিন রুজি, জাকির হোসেন, চন্দ্র সেন বড়ুয়া, শিক্ষানুরাগী জসীম উদ্দিন, মোহাম্মদ খালেদ, শিক্ষক মিতাশ্রী দে, হাসিনা আকতার, পম্পি মল্লিক, জসীম উদ্দিন, সুব্রত বড়ুয়া, ওয়াহিদুজ্জামান প্রমুখ। সভায় বক্তারা বলেন সরকারের পাশাপাশি সমাজের সচেতন ব্যক্তিরা শিক্ষার মান্নোয়নে এগিয়ে আসলে তখনই কোমলমতি শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারবে। এতেই এগিয়ে যাবে দেশ ও জাতি। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়ার জন্য বক্তারা সরকারের প্রশংসা করেন। |