অলীদের সান্নিধ্যে এসে মুক্তির পথ দেখেছে অসংখ্য পথহারা মানুষ। অলিরা সমাজে আলোক বর্তিকা হিসেবে কাজ করে। তাই মানব জীবনে সত্য ও ন্যায়ের পথে চলতে আউলিয়া কেরামগণের পথ অনুসরণ করা প্রয়োজন। গত বুধবার ও বৃহস্পতিবার উপজেলার পূর্ব গুজরার বড়ঠাকুর পাড়াস্থ অলিয়ে কামেল হযরত মৌলানা শেখ আনছার আলী শাহ (রাঃ)’র ৬৮তম বার্ষিক ওরশ মাহফিলে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। পূর্ব গুজরা মোহাম্মদীয়া মাদ্রাসার সাবেক শিক্ষক মৌলানা তফজ্জল আহমদের সভাপতিত্বে অতিথি ছিলেন পূর্ব গুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মৌলানা এস.এম.আবু মোস্তাক আলকাদেরী, উপাধ্যক্ষ মৌলানা আবদুল মাবুদ, বায়তুল আমান মসজিদের খতিব মৌলানা সেকান্দর আলী মুনিরী, রাউজান মহিলা মাদ্রসার উপাধ্যক্ষ মৌলানা বেলাল উদ্দিন, মৌলানা তাজুল ইসলাম, মৌলানা আবদুল আজিজ, মৌলানা ইলিয়াছ হোসাইন, মৌলানা আশেকুর রহমান, মৌলানা মাহবুবুল আলম, মৌলানা আবদুল কাদের, মৌলানা সৈয়দ কামাল। এতে উপস্থিত ছিলেন পূর্ব গুজরা ইউনিয়নের চেয়ারম্যান এম.আব্বাস উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু হোসেন, এডভোকেট এম.আনোয়ার চৌধুরী, প্রধান শিক্ষক আলহাজ্ব রমজান আলী, শফিউল আলম, নজরুল ইসলাম, সিরাজুল হক, আবদুল কাইয়ুম, রমজান আলী, ফজলুল হক প্রমূখ। উল্লেখ্য সিকদার টেক থেকে মাজারের সামনের সড়ক পর্যন্ত সড়কের নাম ‘হযরত মৌলানা শেখ আনছার আলী শাহ (রাঃ) সড়ক’ নামকরণের সিদ্ধান্তে মাহফিলে শোকরানা এবং দেশ ও মুসলিম উম্মার সাফল্য কামনা করা হয়।
ITEM
FIGURE
RANK
Area
6,714.00
A
1966
Population
21,982.00
P
2347
Density of Population
3.27
P
2576
Literacy Rate
70.00
%
36
NER in Primary Education
54.37
%
1415
Girls' NER in Primary Education
53.78
%
1576
Improved Sanitary Latrine
60.03
%
509
Improved Drinking Water Source
87.12
%
3030
Electricity Connection
78.48
%
93
Source : BBS
As on (Date): Jan 27, 2001
Visitors
US 663698 DE 85892 CN 85860 AU 84800 FR 81514 NL 53000 GB 41873 CA 24569 UA 22790