শোলক বরিশাল জেলার অন্তর্গত উজিরপুর উপজেলার একটি আদর্শ ইউনিয়ন।ইউনিয়নের আয়তন ৬০০১ একর।ইউনিয়নের পুরবে সানুহার বন্দোর,পশ্চিমে শাতলা ো হাতরা,উত্তরে মিস্রিপারা, এবং দক্ষিণে উজিরপুর অবস্হিত।ইউনিয়নের মাঝ দিয়ে সন্ধ্যা নদীর শান্ত শীতল একটি শাখা প্রবাহিত হয়েছে ।ইউনিয়নে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় ২৮৫৬৭ মানুষের বসবাস।ইউনিয়নটি উজিরপুর উপজেলায় শুধু নয় বরিশাল জেলার মাঝে শিক্ষাগত দিক দিয়ে অন্যতম স্থান দখল করে আছে।ইউনিওনের কয়েকটি বিখ্যাত বিদ্যালয় ঐতিহ্যগত ভাবে ভাল ফলাফল করে আসছে।ইউনিওনের শিক্ষার হার ৬৮%।
ইউনিওনে অনেক কৃতি সন্তানের জন্ম জারা বর্তমানে বিভিন্ন সরকারি ও বেশরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।ইউনিয়নের লোকজন দেশের আদর্শ নাগরিক।এবং একথা গরবের সাথে বলতে পারি যে শোলকের মত আদর্শ ইউনিয়ন খুজে পাওয়াটা কষ্টকর।