আমার গ্রাম আমার গর্ব। দোপাকান্দি টাংগাইল জেলার অন্তগর্ত গোপালপুর উপজেলার একটি আদর্শ ইউনিয়ন। উপজেলা সদর থেকে ১০ কি: মি: উত্তর পূর্বে অবস্থিত। এই ইউনিয়নের আয়তন ৫৪০৮ একর। দোপাকান্দি ইউনিয়নের জনসংখ্যা ২৮৫৪৫ জন। এই ইউনিয়নের লোকজন খুবই শান্তি প্রিয়। বিভিন্ন ধর্ম, পেশা ও সংস্কৃতির মানুষ এক সংগে বাস করে। দোপাকান্দিতে ১০০% সেনিটেশন ব্যবস্থা আছে। এই ইউনিয়নে অনেক কৃতি সন্তান জন্ম গ্রহন করেছে যারা বিভিন্ন সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছে। এই ইউনিয়নের লোকজন খুবই সরল। এ কথা বলতে দিধা নেই যে, দোপাকান্দি বাংলাদেশের একটি আদর্শ ইউনিয়ন।