বাংলাদেশের পিরোজপুর জেলার কাউখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন শিয়ালকাঠী।একটি গ্রামের নামে ইউনিয়নটির নামকরন করা হয়েছে । এই ইউনিয়নের সবচেয়ে বড় গ্রামটির নাম শিয়ালকাঠী ।ইউনিয়নটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটির অবস্থান । অবস্থানগত দিক থেকে এটি জেলা শহর পিরোজপুর থেকে মাত্র ৬/৭কিলোমিটার পূঃ দিকে কাউখালী উপজেলা থেকে ৬/৭ কিলোমিটার দক্ষিন দিকে , ভান্ডারিয়া উপজেলা থেকে ৭/৮কিলোমিটারে উত্তর দিকে এবং রাজাপুর উপজেলা থেকে ৭/৮কিলোমিটার পশ্চিমে অবস্থিত ।
অধিকাংশ রাস্তাঘাটই পাকা ।
হুলারহাট পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে গ্রামটির লোকজন বিদ্যুৎ সেবা পেয়ে থাকেন । তবে শতকরা হিসেবে এ সেবার পরিধি খুবই কম ।
পেশার দিক থেকে গ্রামের অধিকাংশ লোকের আয়ের উৎস আবাদযোগ্য ধানের জমি ।
চাকুরীজীবীর সংখ্যাও একদম কম নয় ।
|