The name of our Union is Kirtipasha. It is under the Upazila of Jhalakathi.
কীর্ত্তিপাশা জমিদার বাড়ীর রাজা কীর্তি নারায়ণের নাম অনুসারে কীর্ত্তিপাশা। রামজীবণ সেন কীর্ত্তিপাশা জমিদার বাড়ীর প্রতিষ্ঠাতা। এ বংশের সন্তান রোহিনী রায় চৌধুরী ও তপন রায় চৌধুরী দুটি উজ্জল নক্ষত্র। কীর্ত্তিপাশায় আছে দশ শয্যা বিশিষ্ট হাসপাতাল যা ঝালকাঠি থানা সদরের (জেলা সদর) হাসপাতালের চেয়েও পুরাতন। সতিদাহ প্রথার চিহ্ন একটি সহমরন সমাধির চিহ্ন আছে এখনও। রোহিনী রায় চৌধুরীর সমাধিটি নতুনভাবে নির্মান করা হয়েছে। পারিবারিক শিব মন্দির এবং একটি শিব মূর্তি আছে এখনো। ঝালকাঠি সদর থেকে ৫ কিঃমিঃ উত্তর পশ্চিম দিকে অবস্থিত কীর্ত্তিপাশা ইউনিয়ন।