আমাদের ইউনিয়নের নাম গুনারিতলা। ইউনিয়নটির মোট আয়তন ৩১.১৪ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা ৩৪৬২৪। মোজনসংখ্যার ৯৮ ভাগই মুসলমান। এই ইউনিয়নে অনেক কৃতি সন্তান জন্মগ্রহন করেছেন। অনেক মুক্তিযোদ্ধাও এই মাটিরই সন্তান। এই ইউনিয়ন ধান উৎপাদনের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে আলু ও বিভিন্ন শাকসবজি উৎপন্ন হয়। আমাদের ইউনিয়নের অনেক শিক্ষার্থী পড়াশোনায় কৃতিত্ব দেখিয়ে প্রতি বছরই বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পায়। অনেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা আমাদের ইউনিয়নের সন্তান। এখানকার বেশিরভাগ লোক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। তুলনামুলকভাবে আমাদের ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল। সর্বোপরি এখানকার মানুষ সুখে শান্তিতে বসবাস করছে।