ইসলামপুর, কক্সবাজার সদর উপজেলার সর্ব উত্তরে অবস্থিত একটি গুরুত্ব পূর্ণ ইউনিয়ন। হযরত ডুলাফকির (রঃ) এর পূণ্যভূমি এই ইসলামপুর ইউনিয়ন। ৬৭ টি লবণ মিল আর হাজার হাজার মানুষের কর্মকোলাহলে পূর্ণ আর জীবিকার স্থান এই ইউনিয়ন। দেশের ৬৪ টি জেলার মানুষ কোন না কোন ভাবে এই ইউনিয়নের সাথে জড়িত তাই ইহাকে কক্সবাজারের ডাণ্ডি বললেও বেশি বলা হবে না। পাহাড়, সমভূমি, ধানি জমি, লবণের মাঠ ও খাল নিয়ে এক অপূর্ব সমাহার এই ইসলামপুর। উত্তরে খুটাখালি পশ্চিমে পোকখালি দক্ষিণে ইসলামাবাদ ইউনিয়ন আর পূর্ব দিকে সরকারি বনভূমি। ইউনিয়ন।ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে চলে গেছে হাইওয়ে আরকান সড়ক। ইউনিয়নের পূর্ব দিকের সরকারি বনভূমি ইহার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে শত ভাগ। বাঁশকাটা, রিজার্ভ পাড়া,মাদ্রাসা পাড়া, খৈলাশের ঘোনা, মাঝের পাড়া, হ্নীলা পাড়া, মধ্যম নাপিত খালি, নতুন অফিস পাড়া, জুম নগর, পূর্বনাপিতখালি, ভিলিজার পাড়া, হাজীপাড়া, বামন কাটা,ধর্মের ছড়া ও খাঁন ঘোনা এই ৯ টি গ্রাম নিয়ে এই ইউনিয়ন।
|