ছাতিয়াইন গ্রামের উতপত্তি ও ক্রমবিকাশের জনক এডভোকেট কামিনী কুমার চন্দ্র তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামে জন্ম গ্রহন করেন ১৮৬২ সালে। তিনি ১৮৮৬ সালে প্রেসিডেন্সী কলেজ থেকে এম.এ পাশ করেন। ১৮৮৮ সালে বি.এল পাশ করে শিলচরে ওকালতি শুরু করেন। অল্পকালের মধ্যে তিনি শ্রেষ্ঠ ব্যবহারজীবি হিসাবে খ্যাতি লাভ করেন ১৮৯০ সালে কাছাড়ের বালাধন মামলায় এবং ১৯৯০ সালে ভানুগাছ প্রজাবিদ্রোহের মামলায় আসামী পক্ষ অবলম্বন করে সমগ্র ভারতবর্ষে জুড়ে বিজয়ের প্রশংসা অর্জন করেন। তিনি স্বদেশী আন্দোলনে স্বক্রিয় অংশগ্রহন করেন। ১৯০৬ সালে সিলেটে রাষ্ট্রীয় সম্মেলনে সভাপতিত্ব করেন। ১৯২০ সালে কলিকাতা কংগ্রেসের অভ্যর্থনা কমিটির সহ-সভাপতি ছিলেন। আসাম সরকারের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় আইন সভায় যোগদান করেন। শিলচরে তিনি বহু জনহিতকর কাজ করে গেছেন। তেজস্বী জনপ্রিয় নেতা হিসেবে তিনি তাঁর নিজগ্রম ছাতিয়াইনকে সারা ভারতবর্ষে পরিচয় করিয়ে দেন। তাঁর ছেলেরা সবাই কৃষিবিদ্যা। তাঁর বড় ছেলে অনিল কুমার চন্দ্র ভারত সরকারের প্রাক্তন মন্ত্রী এবং ছোট ছেলে অরুন কুমার চন্দ্র আসাম আইন সভার কংগ্রেসের ডেপুটি লিডার ছিলেন। তিনি ১৯৩৬ সালের ফেব্রুয়ারী মাসে শিলচর গ্রামে মৃত্যুবরণ করেন। সিলেট এম সি কলেজকে প্রথম শ্রেনীতে উন্নীত করার আন্দোলন করে সফল হন। তিনি ইংল্যান্ডে গেলে বৃটিশ মন্ত্রীরা ছাতিয়াইনের কামিনী বাবু নামে সম্বোধন করতেন। তাঁর প্রচেষ্ঠায় ছাতিয়াইন গ্রাম প্রতিষ্ঠিত হয় এছাড়া ছাতিয়াইন রেল ষ্টেশন, বিভিন্ন সড়ক যাতায়ত ব্যবস্থা স্থাপিত হয়।
ITEM
FIGURE
RANK
Area
5,078.00
A
3029
Population
20,723.00
P
2658
Density of Population
4.08
P
1693
Literacy Rate
42.00
%
2058
NER in Primary Education
42.49
%
3271
Girls' NER in Primary Education
40.96
%
3455
Improved Sanitary Latrine
23.57
%
2425
Improved Drinking Water Source
92.29
%
2141
Electricity Connection
22.69
%
1727
Source : BBS
As on (Date): Jan 27, 2001
Visitors
US 629457
DE 80037
FR 74070
NL 54060
CN 51410
GB 49292
BD 44521
AU 39223
EU 27030