 বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব। এ বছর দেবী দূর্গা কৈলাসধামের শ্বশুরালয় থেকে মর্ত্যলোকের পিত্রালয় এসেছিলেন হাতির পিঠে (গজে) চড়ে। সনাতন ধর্মবিশ্বাস অনুযায়ী হাতির পিঠে চড়ে দেবীর আগমনের ফল হবে শস্যপূর্ন বসুন্ধরা। অর্থাৎ ফল ও ফসলে পৃথিবী ভরে উঠবে। পূজা শেষে এ বছর দেবী কৈলাসে প্রত্যাবর্তন করেছেন পালকিতে (দোলায়)চড়ে। |