কাজী আরিফুল আম্বিয়া, মাধবপুর (হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুরে মাটি ব্যবসায়ীরা বেপোয়ারা হয়ে উঠেছে। কৃষি জমির পাশাপাশি এলজিডির রাস্তার পাশ থেকেও গভীর গর্ত খুঁড়ে মাটি পাচার করছে। সরকারের প্রচলিত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে কৃষি জমি থেকে গভীর গর্ত খুঁড়ে মাটি পাচারের ফলে কৃষি জমি হ্রাস পাচ্ছে।
কৃষি জমি থেকে মাটি পাচার রোধ করতে না পারলে অদূর ভবিষ্যতে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আঙ্কা রয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা যায়। পাশাপাশি পার্শ্ববর্তী সড়কও ধসে পড়ার আশঙ্কা রয়েছে। খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্য সরকার কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবস্থাপনা আইন ২০১১ ইং এর খসড়া প্রণয়ন করেছে। প্রস্তাবিত আইনে কৃষি জমিকে শুধু কৃষি কাজেই ব্যবহার করা যাবে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কৃষি জমিসহ অন্যান্য জমির ভূ-প্রকৃতির কোন পরিবর্তন করা যাবে না। এক ফসলি কিংবা একাধিক ফসলি যে কোন ধরনের জমিকেই কৃষি জমি হিসেবে ব্যবহার ছাড়া ওই জমি নষ্ট করা হলে তাদের বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হয়েছে জেনেও উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা (নোয়াহাটি) থেকে মনতলার এলজিইডির রাস্তার দু'পাশ থেকে কৃষি জমি থেকে অবাধে মাটি পাচার করছে প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল। এরমধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো রতনপুর, ফরহাদপুর, দক্ষিণ শাহপুর (গেইটঘর), ত্রিপরা ছড়া, কাটা ছড়া ও লোকড়া ছড়া থেকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা অধিক মুনাফা পেয়ে দেশের বিভিন্ন স্থানের সিরামিক ফ্যাক্টরির কাঁচামাল হিসেবে ওই অঞ্চলে কৃষি জমি থেকে মাটি পাচার করে আসছে। ফলে কৃষি জমির উর্বরা শক্তি দিন দিন হ্রাস পাচ্ছে। তাই মাটি পাচার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারের আইন প্রয়োগ করে পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য এলাকাবাসীর জোর দাবি জানান।
(Source: Daily Sangbad) (Link:http://www.thedailysangbad.com/?view=details&type=gold&data=Tourist&pub_no=1330&menu_id=16&news_type_id=1&val=123834)
|