তাজুল ইসলাম রেজা, গাইবান্ধা প্রতিনিধি
অর্থাভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সাঘাটা ও সাদুল্লাপুর উপজেলায় নির্মাণাধীন পাঁচটি সেতুর কাজ অনিশ্চিত হয়ে পড়েছে। এসব সেতুর কাজ কোনটি চার বছর কোনটি এক বছর থেকে বন্ধ হয়ে আছে। কবে নাগাদ শুরু হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। ফলে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
গাইবান্ধা সওজ বিভাগ জানায়, ১৯৯৯ সালে সাদুল্লাপুর উপজেলার ঘাঘট নদীর কলেজ খেয়াঘাটে প্রথমে বেইলি সেতু নির্মাণ কাজ শুরু হয়। সে সময় ঠিকা প্রতিষ্ঠান রূপায়ন সেতুর দুটি পিআর কলামসহ একটি গার্ডার বিম নির্মাণ করে। পরে আরসিসি সেতু নির্মাণের সিদ্ধান্ত হলে ২০০৯ সালে প্রায় ৪ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে পুনঃদরপত্র আহ্বান করা হয়। ঠিকাদার প্রতিষ্ঠান নির্মাণ শিল্পী এই কাজের দায়িত্ব পায়। ওই ঘাঘট সেতুর কাজ গত বছরের ১২ জানুয়ারি শেষ করার কথা। কিন্তু এ পর্যন্ত শতকরা ২১ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ২০০১ সালে সাঘাটা উপজেলার উল্লা সোনাতলা গ্রামে আলাই নদীর উপর প্রথমে এক কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে বেইলি ও পরে তিন কোটি ৬ লাখ টাকা ব্যয়ে আরসিসি সেতু নির্মাণে দরপত্র আহবান করা হয়। গত বছরের ১২ জানুয়ারির মধ্যে ওই সেতুর কাজ শেষ করার কথা। কিন্তু এ পর্যন্ত শতকরা ২৩ ভাগ অগ্রগতি হলেও একবছর ধরে কাজ বন্ধ আছে। একই বছরে উপজেলার মেলান্দহ এলাকায় বাঙালি নদীর উপর ছয় কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে মেলান্দহ সেতু নির্মাণের কাজ শুরু হয়। এ সেতুরও শতকরা ৫০ ভাগ সম্পন্ন হওয়ার পর একবছর ধরে কাজ বন্ধ । ঠিকাদার প্রতিষ্ঠানের প্রকৌশলী ইমতিয়াজ হোসেন জানান, অর্থ বরাদ্দ না থাকায় কাজ করতে বিলম্ব হচ্ছে। ১৯৯৭ সালে গোবিন্দগঞ্জ উপজেলার বড়দহ এলাকায় ৩ কোটি ৬৬ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে করতোয়া নদীর উপর বড়দহ সেতু নির্মাণ কাজ শুরু হয়। ২০০৮ সালে পুনঃদরপত্র আহ্বান করে কিছু কাজ করা হয়। দুই দফায় শতকরা ১০ ভাগ কাজ সম্পন্ন হওয়ার পর চার বছর ধরে কাজ বন্ধ রয়েছে। একই উপজেলার খলসি এলাকায় ২০০২ সালে এক কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে খলসি সেতু নির্মাণ শুরু হয়। অর্থাভাবে ঠিকাদার সেতুটির নির্মাণ কাজ বন্ধ করে দেয়। গাইবান্ধা সওজ-এর নির্বাহী প্রকৌশলী জানান, মূলত অর্থ বরাদ্দ না থাকায় সেতুগুলোর কাজ বন্ধ রয়েছে। তারপরও ঘাঘট, উল্লাসোনাতলা ও খলসি সেতুর কাজ নির্ধারিত সময়ে শেষ করতে না পারায় ঠিকাদার প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল ও জরিমানা আদায়ের প্রক্রিয়া চলছে।
(Source: Daily Ittefaq) (Link:http://ittefaq.com.bd/index.php?ref=MjBfMDFfMjFfMTNfMV8yNV8xXzEyOTcw)
|