ভোরের কাগজ : মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৩
সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : সাদুল্যাপুর উপজেলার বকশীগঞ্জ এ কে উচ্চবিদ্যালয়ে গোপনে পরিচালনা কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ড স্কুলের সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ করেছে। এদিকে ওই কমিটি বাতিলের দাবিতে গত শনিবার অভিভাবক ও এলাকাবাসী ওই স্কুল মাঠে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ধাপেরহাট ইউপি সদস্য জিল্লুর রহমান জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম বিএসসি নিয়মিত কমিটি গঠনের জন্য কোনো তফসিল ঘোষণা অথবা কোনো প্রচারণা না করে, ভুয়া ভোটার তালিকা তৈরি করে গোপনে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গোপনে কমিটি গঠনের বিষয়ে অভিযোগ করলে তিনি বিষয়টি সরজমিনে পরিদর্শন করে গত ১০ ডিসেম্বর কমিটি গঠন সংক্রান্ত সব কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন।
তার পরও প্রিজাইটিং অফিসারের দায়িত্বরত উপজেলা একাডেমিক সুপারভাইজারের সঙ্গে যোগসাজশে প্রধান শিক্ষক ভুয়া ভোট গ্রহণ দেখিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে স্কুল পরিচালনা কমিটির অনুমোদন নিয়ে আসেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি অবগত হওয়ার পর ওই কমিটি বাতিলের জন্য গত ৩০ ডিসেম্বর শিক্ষা বোর্ডে সুপারিশ করেন।
(Source: Vhorer Kagoj) (Link: http://www.bhorerkagoj.net/new/blog/2013/01/15/98214.php)
|