চৌফলদণ্ডী ADP WORLD VISION BANGLADESH এর ১০টি ফোরামের ফোরাম লীডার ও ফেসিলেটরদের নিয়ে পোকখালি সাব সেন্টারে লাইভহুড সিকিউরিটি সেক্টরের P.O. খ্রীষ্টফার কুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ে গেল ফোরামের মাসিক মিটিং। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ADP এর কো-অর্ডিনেটর রামেন্দ্র চন্দ্র সরকার। কো-অর্ডিনেটর তার বক্তব্যে বলেন বাকি ৬ টি ফোরাম আগামি জুনের মধ্যে অডিট করা হবে, চারটি ফোরাম ইতিমধ্যে অডিট করা হয়েছে, ফোরাম গুলো হল বন্ধন, সী ডেট, সী কোস্ট ও সী ওয়েভ। বাজেট স্বল্পতার কারণে এমনটি করা হল বলে তিনি জানান। তিনি আরও বলেন অডিট করতে গিয়ে ADP কে পার দিন অডিট অফিসারের জন্য ২৫০০ টাকা ব্যয় করতে হয়। চৌফলদণ্ডীর সী কোস্ট ফোরাম ওয়ান ব্যাংক হতে লোন নিলে আলাদা অফিস করে কার্যক্রম করার জন্য বলেন। নতুন ডিজি ও নতুন দল করা সম্পর্ক তিনি বলেন চৌফলদণ্ডী ADP, WORLD VISION BANGLADESH আর কোন নতুন ফোরাম অথবা নতুন DG করবেনা, ফোরামের যাবতীয় মাসিক রিপোর্ট প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে জমা দেবার কথা বলেন। সভাপতি তার বক্তব্যে ফোরাম গুলোকে সুন্দর করে পরিচালনা করার আহবান জনিয়েছেন। মিটিং এ উপস্থিত ছিলেন বন্ধন ফোরামের সভাপতি মকছুদ আহমদ, ধানসিঁড়ি ফোরামের সভাপতি নূরুল আজিম, সী কোস্ট ফোরামের সম্পাদক নাছির উদ্দিন, সী ডেট ফোরামের সভাপতি সাহাবউদ্দিন, নিশান ফোরামের মহিউদ্দিন ও অন্যান্য ফেসিলেটর শাহাজালাল, ডেজী, ইমরান, রাহাত, সাঈদ,দিলদার, বশির, আমিন, মোজাম্মেল ও সানিয়া।