ইসলামপুরে কুখ্যাত ডাকাত জাফর গ্রেফতার পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ Mar 19, 2012
কক্সবাজার সদরের ইসলামপুরের কুখ্যাত ডাকাত জাফর আলম গ্রেফতার হয়েছে। এসময় ৩ রাউন্ড গুলি বর্ষণ ও পুলিশ কর্মকর্তা সহ ৬জন আহত হয়। স্থানীয় জনতার সহযোগিতায় খুটাখালী নয়াপাড়া এলাকা থেকে ১৮ মার্চ দুপুর আড়াই টায় ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি সদরের ইসলামপুর জুম নগরের মৃত খলিলুর রহমানের পুত্র। পুলিশ ও এলাকাবাসী জানান, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন আত্মগোপনে ছিল। ১৭ মার্চ সে এলাকায় আসলে এলাকার কিছু লোক তাকে ধরার চেষ্টা করে। এ সময় সে জনতার উপস্থিতি টের পেয়ে কৌশলে জুম নগর পাহাড় হয়ে খুটাখালীর নয়াপাড়ার দিকে পালাতে শুরু করে। সময় জনতা ও তার পিছনে ধাওয়া শুরু করে নয়াপাড়ার এক বাড়ী থেকে আত্মগোপন অবস্থায় হাতে নাতে তাকে আটক করে। এ সময় সে ধাওয়াকারী লোকদের এলোপাতাড়ি দা দিয়ে কোপায়। এতে ৬ জন আহত হয়। আহতরা হচ্ছে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের টু আইসি মোঃ আনোয়ারুল হক, ইসলামপুর জুম নগরের মৃত নুরুল কবিরের পুত্র নুরুল হুদা (২৫), একই এলাকার হেডম্যান মুক্তারের পুত্র আবদুল আজিজ, কালা মিয়ার পুত্র নুরুল আমিন,স্কুল পড়য়া এক ছাত্র সহ ৫জন। আহতদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। ইউপি প্রশাসন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে ঐ ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় পুলিশ ৩ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। খবর পেয়ে চকরিয়া থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ ফরহাদ কয়েকজন অফিসারসহ ঈদগাঁও তদন্ত কেন্দ্রে আসেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজী, ডাকাতি, অহরণ, অস্ত্র ও পুলিশ হত্যা সহ বিভিন্ন অভিযোগে কক্সবাজার ও চকরিয়া থানায় ডজনাধিক মামলা রয়েছে। তার গ্রেফতারের খবরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।