কুমিল্লার মুরাদনগর উপজেলার অধ্যাপক আবদুল মজিদ কলেজের পরীক্ষার্থীদের আবেদনপত্রে সই করেছেন একজন সহকারী অধ্যাপক। নিয়ম অনুযায়ী এইচ.এস.সি. পরীক্ষার্থীদের আবেদন পত্রে কলেজের অধ্যক্ষের সই থাকার কথা। কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, ২০১২ইং সালের এইচ.এস.সি. পরীক্ষার জন্যা অধ্যাপক আবদুল মজিদ কলেজ থেকে দুই দফায় ৮৫৭ জন শিক্ষার্থীর নাম জমা দেওয়া হয়। এর মধ্যে ২৭ ডিসেম্বর ৭৯০ জন ও ২রা জানুয়ারি ৬৭ জন শিক্ষার্থীর আবেদন পত্র জমা দেন কলেজের অফিস সহকারী মো.জাকির হোসেন। কিন্তু এইসব আবেদনে কলেজ অধ্যক্ষের সই নেই। সই করেছেন কলেজের পরিসংক্ষান বিভাগের সহকারী অধ্যাপক মো. আলী আজগর। শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক লিখিল চন্দ্র রায় বলেন, উক্ত কলেজের একজন অধ্যক্ষ রয়েছে। তিনি কলেজের প্রতিষ্ঠাতাও। তাঁর অনুমতি না নিয়ে আবেদন পত্রে একজন সহকারী অধ্যাপকের সই করাটা শিষ্টাচার বর্হিভূত।