মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
মতলব উত্তর উপজেলা পরিষদ চলছে হ-য-ব-র-ল অবস্থায়। উপজেলা নির্বাহী অফিসার ব্যতীত অন্য সকল দপ্তরের কর্মকর্তারা স্ব-পরিবারে কর্মস্থলে না থাকার কারণে সপ্তাহের শুরুর রবিবারের কর্মদিবসে অধিকাংশ কর্মকর্তা দপ্তরে আসেন দুপুরের পরে এবং বৃহস্পতিবারের কর্মদিবসে উপজেলা ত্যাগ করতে শুরু করেন বেলা ১১টার পর থেকে। সপ্তাহের প্রথম কর্মদিবসের রবিবারে বেলা ১১.১৫ মিনিটের পরেও উপজেলার ৬টি দপ্তর তালাবন্ধ এবং ৯টি দপ্তরের প্রধান কর্মকর্তার অনুপস্থিতি লক্ষ্য করা যায়। তালাবন্ধ অবস্থায় পাওয়া যায়, উপজেলার আনসার ভিডিপি'র কার্যালয়, খাদ্য বিভাগের কার্যালয়, পরিসংখ্যান বিভাগের কার্যালয়, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বন বিভাগের কার্যালয় এবং একাডেমী সুপারভাইজারের কার্যালয়। যে সকল বিভাগের কর্মকর্তাদের অফিসে পাওয়া যায়নি সে বিভাগগুলো হলো—উপজেলা প্রকৌশলী বিভাগ (এলজিইডি), উপজেলা প্রাণী সম্পদ বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, মত্স্য কর্মকর্তার বিভাগ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, যুব উন্নয়ন বিভাগ, পল্লী উন্নয়ন বিভাগ ও সমাজ সেবা।
(Source:Daily Ittefaq) (Link:http://ittefaq.com.bd/index.php?ref=MjBfMDFfMDlfMTNfMV8yNV8xXzk5NDU)
|