র্ভাচুয়াল সাংস্কৃতিক আড্ডা
বাংলাদেশ ও জাপানের ৩টি পৃথক অঞ্চলের ২৪ জন স্কুল পড়ু-য়া ছেলেমেয়েএকত্রে কয়েক ঘন্টা তাদের বিভিন্ন চিন্তা, জানা-অজানা তথ্য ও সাংস্কৃতির সুর-ছন্দ বিনিময় করেন র্ভাচুয়াল দুনিয়ার সুবাদে।ইন্টারনেট সংস্কৃতিতে পৃথিবী আজ আমাদের নতুন প্রজন্মের কাছে বিশ্বগ্রাম। তাদের বন্ধুত্বের পরিধিও পেরিয়ে যাচ্ছে মানচিত্রের গন্ডি। যে কোন বয়স ও পেশার মানুষ আজ বন্ধুত্ব গড়ছে বিভিন্ন চেনা-অচেনা সংস্কৃতির মানুষের সঙ্গে। গত ১৭আগস্ট ২০১২আই.জি.পি.এফ -এর উদ্যোগে বাংলাদেশের রাজধানী ঢাকা, চাঁদপুরেরএকটি গ্রাম এখলাছপুরও জাপানের ফুকওকার কিছু স্কুল শিক্ষার্থী কিউশু বিশ্ববিদ্যালয়েরএকটি কনফারেন্স কক্ষে বসে ইন্টারনেট আইপি টেলিফোন ব্যবহার করে সরাসরি সাংস্কৃতিক বিনিময়ে অংশ গ্রহন করে। দই ঘন্টার এ আয়োজনে তিনটি কেন্দ্রের ৮ জন করে মোট ২৪ জন স্কুল শিক্ষার্থীর মধ্যে ছিল উৎসবের আমেজ। মূল আয়োজনটির সমন্বয় করেন বাংলাদেশী নাগরিক ও জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ড.আশির আহমেদ । আর এ সংস্কৃতি বিনিময়ের সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে অংশ নিয়েছেন যুগান্তরের তথ্য-প্রযুক্তি বিভাগীয় সম্পাদক তারিক রহমান। |