মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৩:
নিজস্ব সংবাদদাতা, পটিয়া : চোরাইকাজে ব্যবহৃত মিনি ট্রাকসহ ফোরকান (৩২) নামের এক গরু চোরকে চোরাই দুটি গরুসহ স্থানীয় জনতা আটক করে পুলিশকে দিয়েছে। গত শনিবার দিবাগত রাত ১০ টায় উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাঁচুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক ফোরকান পার্শ্ববর্তী বোয়ালখালী উপজেলার বহদ্দারপাড়া এলাকার মৃত আবদুল মালেকের পুত্র। এ ঘটনায় কোন মামলা না দিয়ে গত রোববার তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। জানা যায়, শনিবার রাতে পাঁচুরিয়া এলাকায় দুটি চোরাই গরু মিনি ট্রাকে তোলার সময় স্থানীয়রা চ্যালেঞ্জ করলে ৩/৪ জন চোর পালিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা একটি গরুসহ ট্রাক চালক ফোরকানকে আটক করে। জনতা চোরাই কাজে ব্যবহৃত মিনি ট্রাক (নং- চট্টমেট্রো-ন-১১-১৩৯৫) আটক করে ইউপি চেয়ারম্যানকে খবর দেয়। পরে পুলিশ চোরাই গরু, ট্রাক চালকসহ মিনি ট্রাকটি আটক করে।
এ ব্যাপারে পটিয়া থানার ওসি মফিজুর রহমান জানায়, এ ঘটনায় কেউ মামলা দেয়নি। তাই সাধারণ ডায়েরি করে আসামিকে ৫৪ ধারায় চালান দেয়া হয়েছে।
তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, গত ৫/৬ মাস আগেও একই ব্যক্তি এই ফোরকানকে পিকআপ ভর্তি চোরাই মাছসহ স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছিল। শনিবারও তাকে ধরে চোরাই গরুসহ পুলিশে দেয়া হলে রহস্যজনক কারণে পুলিশ কোন মামলা না দিয়ে সন্দেহজনক ধারায় চালান দিয়েছে।
(Source: Dainik Purbokone) (Link:http://www.dainikpurbokone.net/index.php?option=com_content&view=article&id=66912:2013-02-18-18-51-20&catid=10:2011-05-26-03-33-49&Itemid=6)
|