ডেস্ক রিপোর্ট:
বরিশালের উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ দোকান ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া কুমিল্লার চৌদ্দগ্রামে ৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ৩০ লাখের বেশি টাকার মালামাল পুড়ে গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
উজিরপুরে ২৫ দোকান ভস্মীভূত : উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ দোকান ভস্মীভূত হয়েছে। ক্ষতি হয়েছে কমপক্ষে কোটি টাকার। আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে রফিক নামের এক ব্যবসায়ীকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ভোররাতে উপজেলার মিরের হাট বন্দরে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে বন্দরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উজিরপুর, বানারীপাড়া ও গৌরনদী থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ট্রলার যোগে ঘটনাস্থলে পৌঁছে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দুর্গম এলাকা ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ঠিক সময়ে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছতে না পারায় ক্ষক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে জানান স্থানীয়রা।
এদিকে আগুন নিভাতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে রফিক নামের এক ব্যবসায়ীর অবস্থা গুরুতর। আগুনে তার মুখমণ্ডল ঝলসে গেছে। আহত রফিক বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিত্সাধীন আছেন। স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে সোমেদ হাওলাদার, হানিফ মোল্লা, শাহে আলম ও কামাল মোল্লার দোকানসহ ২৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি বলে জানান ব্যবসায়ীরা।
চৌদ্দগ্রামে ৭টি ঘর পুড়ে ছাই : কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে ৭টি ঘর। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত শনিবার রাতে মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল গ্রামের উত্তর পাড়ার আবুল কাশেমের বাড়িতে ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্তরা জানান, স্থানীয় মাদরাসার এক ছাত্র আবুল হাসেমের পরিত্যক্ত একটি ঘরে আগুন জ্বলতে দেখে চিত্কার শুরু করে। মুহূর্তের মধ্যে অগুনের লেলিহান শিখা আশপাশের আরও কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। চিত্কার শুনে স্থানীয়রা এগিয়ে এলেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। খবর পেয়ে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বেলাল হোসেন মেম্বারের ২টি, আবুল কাশেমের ২টি, আবদুল খালেকের ২টি, আবুল হাসেমের ১টি ঘর ও ঘরে রক্ষিত ধান-চাল, নগদ টাকা, স্বর্ণলঙ্কারসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
(Source: Amar Desh) (Link:http://www.amardeshonline.com/pages/details/2013/02/18/188538#.USG_E_LnGqA)
|