উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
উজিরপুর উপজেলা সদরের ৮ নম্বর শিকারপুর উজিরপুর ইউনিয়নে ১১ বছর ধরে নির্বাচন হচ্ছে না। ভোটাররা দ্রুত নির্বাচনের দাবিতে উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে তারা উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর কাছে পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেন। মানববন্ধন অনুষ্ঠানে শত শত নারী-পুরুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরদার সিদ্দিকুর রহমান, সাহাবুদ্দিন আকন সাবু, হারুন মৃধা, সবুর হাওলাদার প্রমুখ। তারা দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় স্থবির হওয়া ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনার লক্ষ্যে দু'মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান। অন্যথায় প্রতীকী অনশন, সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি গ্রহণের আলটিমেটাম দেন।
১১ বছর আগে শেষবারের মতো সদর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
পৌরসভা সংক্রান্ত কারণে ২০১১ সালের ২৯ মার্চ উজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও সদর ও গুঠিয়ায় নির্বাচন স্থগিত হয়। ৭ জানুয়ারি মন্ত্রিসভায় উজিরপুর পৌরসভা অনুমোদন পায়।
(Source: Shamokal) (Link: http://www.shamokal.com/)
|