উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
উজিরপুরে অপহরণের চার দিন পরও উদ্ধার হয়নি নবম শ্রেণীর এক স্কুলছাত্রী। এ ঘটনায় অপহৃত স্কুলছাত্রীর মা উজিরপুর থানায় মামলা করলে আসামিরা বাদীকে উল্টো হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রী স্কুলে যাতায়াতের পথে শিকারপুর গ্রামের হক মলি্লকের ছেলে কাওছার মলি্লক প্রায়ই তাকে উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। এ ঘটনা ওই স্কুলছাত্রী তার মা-বাবা ও স্কুলের প্রধান শিক্ষককে জানায়। এতে কাওছার ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে ১১ জানুয়ারি স্কুলছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় গত রোববার উজিরপুর থানায় অপহৃত ছাত্রীর মা তিনজনকে আসামি করে মামলা করেন। অপহরণের চার দিন পার হলেও পুলিশ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা উজিরপুর থানার এসআই মহিউদ্দিন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামিদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারে অভিযান চলছে।
(Source: Shamokal) (Link: http://www.shamokal.com/)
|