উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
পরিবারের সবাইকে অচেতন করে স্বর্ণালঙ্কার, টাকাসহ মূল্যবান মালপত্র লুটে নিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় ওই পরিবারে পাঁচজনকে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শোলকের রামেরকাঠী গ্রামের রতন বিশ্বাসের ঘরে রোববার দুর্বৃত্তরা খাবারের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে রাখে।
রাতে সবাই ওই খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা সুযোগমতো স্বর্ণালঙ্কার, টাকাসহ মূল্যবান মালপত্র লুটে নেয়। রতন বিশ্বাস, কনক প্রভা, সীমা মণ্ডল, সৃষ্টি ও শান্তা হাসপাতালে চিকিৎসাধীন। উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
(Source: Shomokal)(Link: www.shamokal.com)
|