্সথানিও ধামুরা স্কুল মাঠ প্রাংগ্নে এক বিসাল ক্রিকেট খেলার আয়জন করা হয়েছে।বিপিল নামে উক্ত খেলার আওজন করেসে স্থানিও যুবকরা।এর আগেও এধরোনের খেলার আজোন করা হয়েছিলো।এবং তা ব্যাপক জনপ্রিয়তা পায়।তাই এবারের খেলাকে কেন্দ্র করে এলাকাবাসির মাঝে তুমুল উতসাহ ও উদ্দিপনা বিরাজ কোরছে।তাই এবের দেখা জাক কি হয়। |