মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে কৃষকের সরকারী বীজ ধান বিক্রির চেষ্টা কালে জনতার হাতে আটক উপসহকারী কৃষী কর্মকর্তা পলাতাক। গতকার সকাল ১১টায় মুলাদী বাজারে ধানহাটে মুলাদী কৃষি অফিস উপসহকারী কৃষি কর্মকর্তা আবুবকর ছিদ্দিক ৩৬০ কেজি বীজ ধান বিক্রিচেষ্টাকালে সাধারণ জনতা সরকারী ধান বলে চ্যালেঞ্জ করলে ধান ফেলে রেখে সটকে পরে সুচতুর ঐ কৃষি কর্মকর্তা। সাধারণ জনতা হাতে আটককৃত সরকারী বীজ ধান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নির্দেশে মুলাদী ভূমি অফিসের অফিস সহকারী মোজাম্মেল হক বাকের পরিত্যাক্ত অবস্থায় মুলাদী বাজার থেকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার জিম্মায় জমা রাখে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান আটক কৃত ধানের বিষয়ে কৃষি কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। আজ মঙ্গলবার যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। তবে মুলাদী কৃষি অফিসের উপঅফিস সহকারী কৃষি কর্মকর্তা আবুবকর ছিদ্দিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। (Source: The Daily Shanama) (Link:http://shahnamabd.com/view.php?p_id=27204)
|