বাবুগঞ্জ প্রতিনিধি:
জামায়াতের ডাকা ২য় দিনের হরতাল কোন প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। গতকাল সোমবার বরিশালের বাবুগঞ্জ উপজেলা সদরের বেশিরভাগ দোকানপাট,ব্যাংক-বীমা,স্কুল-কলেজ,অফিস-আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিলো কম। ছোট বড় কোন প্রকার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে উপজেলা সদরে ঢিলেঢালা ভাবে হরতাল চললেও উপজেলার বরিশাল-বাবুগঞ্জ-বানারীপাড়া সড়কের মাধবপাশা এলাকায় প্রায় এক কিলোমিটার সড়কে গাছ ফেলে অবরোধ করে রাখে সাঈদী ভক্তরা। অসংখ্য গাছের গুঁড়ি ফেলায় ওই সড়কে ভোর থেকে দুপুর পর্যন্ত কোন যানবাহন চলাচল করতে পারেনি।এ সময় জামায়াত নেতা কর্মিরা হরতালের পক্ষে বিক্ষোভ মিছিল বাহির করার চেষ্টা করলে পুলিশি বাধার কারনে তা পন্ড হয়ে যায়। অপর দিকে, গতকাল সকাল সাড়ে ১১ টার দিকে রহমতপুর ব্রীজ এলাকায় ১৪ দল হরতাল বিরোধী এক মিছিল বের করে।
বিমানবন্দর থানার ওসি শহিদুল্যাহ জানান,হরতালে পরিস্থিতি শান্ত রয়েছে। নাশকতা এড়াতে উপজেলার বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
(Source: Shahnama) (Link: http://shahnamabd.com/view.php?p_id=28253 )
|