বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
'মোগো এই চরের গুচ্ছগ্রামে কোনো রাস্তা আছিল না। একটা পোল না থাহনে নৌকা দিয়া যাওন লাগত। কষ্টের সীমা আছিল না। শ্যাষে নিজেরাই মাটি কাইট্যা রাস্তা আর গাছ ফারাইয়া কাঠের পোল বানাইছি।' মুখে তৃপ্তির হাসি আর আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বলছিলেন বাবুগঞ্জের প্রত্যন্ত লামচর-ক্ষুদ্রকাঠি গ্রামের ষাটোর্ধ্ব বাসিন্দা ইউনুস গাজী। শুধু তিনি নন, এ চরের শতাধিক গ্রামবাসী আজ এ গর্বের অংশীদার। তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে সহায়তার হাত বাড়িয়েছে পল্লী উন্নয়ন বোর্ডের পিআরডিপি-২ প্রকল্প। সোমবার এ সংস্থার মহাপরিচালককে কাছে পেয়ে কৃতজ্ঞতা জানাতে কার্পণ্য করেনি উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের অবহেলিত মানুষ। তাদের আন্তরিকতায় মুগ্ধ বিআরডিবির মহাপরিচালক যুগ্ম সচিব আবদুল জলিল মিয়া ওই নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করতে এসে গ্রামবাসীর কৃতজ্ঞতার জবাবে লামচর-ক্ষুদ্রকাঠি গ্রামে আরেকটি নতুন রাস্তাসহ কবরস্থান তৈরির জন্য একটি প্রকল্প অনুমোদনের ঘোষণা দেন। গতকাল পিআরডিপি-২ প্রকল্পের মাধ্যমে ওই গ্রামের ১৪শ' ফুট রাস্তা এবং প্রায় ৫২ ফুট লম্বা একটি কাঠের সাঁকো নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় তার সঙ্গে বিআরডিবির বরিশাল অঞ্চলের উপ-পরিচালক নওসাবা নাসরিন, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সুলতান আহম্মেদ খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাসিমা আক্তার, প্রকল্প কর্মকর্তা শরীফ আবদুল আহাদ, স্থানীয় রহমতপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
(Source: Shamokal) (Link: http://www.shamokal.com/ )
|