ভোরের কাগজ : বুধবার, ৬ ফেব্রুয়ারি ২০১৩:
হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) থেকে : গত সোমবার সকালে আমতলীর দক্ষিণ-পূর্ব চিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দাতা সংস্থা ইউএসএআইডির অর্থায়নে সেভ দ্য চিলড্রেন-এর টেকনিক্যাল সহায়তায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) প্রতিভা প্রকল্পে স্কুলে শতভাগ ভর্তি, ভালো ফলাফল, শিশু বিকাশ ও সফল সমাপ্তি লক্ষ্য নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের আনুষ্ঠানিক বরণ করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি মহসিন রেজার সভাপতিত্বে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মনিরুজ্জামান রিপন। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহার উদ্দিন, কোডেক প্রতিভা প্রকল্পের বরগুনা জেলা টিম লিডার মোঃ আলমগীর হোসেন, টেকনিক্যাল অফিসার শহিদুল ইসলাম, সাংবাদিক হারুন অর রশিদ, হায়াতুজ্জামান মিরাজ প্রমুখ। শিশুদের প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রথম শ্রেণীতে ভর্তির পূর্বে কোডেক প্রতিভা প্রকল্প গ্রামীণ শিশুরা যাতে ঝরে পড়তে না পারে এ জন্য এক বছর প্রাক প্রাথমিক শিক্ষা দিয়ে বিদ্যালয়মুখী করতে মহৎ উদ্যোগ নিয়ে কাজ করছে। আমতলী উপজেলায় কোডেক প্রতিভা প্রকল্প ৩০টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে ২০১০ সাল থেকে কাজ করছে। সোমবার শিশু শ্রেণীতে ভর্তি উপলক্ষে আয়োজন করা হয় শিশু বরণ অনুষ্ঠানের। অনুষ্ঠানে ছিল কোমলমতি শিশুদের মাল্যবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
(Source: Bhorer Kagoj) (Link: http://www.bhorerkagoj.net/new/blog/2013/02/06/102322.php)
|