আমতলী (বরগুনা) সংবাদদাতা
আমতলী পৌর শহরের বটতলা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারকে নগদ ৫০ হাজার ৫শ' টাকা আর্থিক অনুদান দিয়েছে রংধনু সমন্বিত ক্লাব নামে স্থানীয় একটি সংগঠন। মঙ্গলবার ক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অনুদানের অর্থ বিতরণ করা হয়। ক্লাবের সভাপতি মোঃ ফরিদ মালাকার-এর সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবর রহমান।
(Source: Ittefaq)(Link: http://ittefaq.com.bd/index.php?ref=MjBfMDJfMDZfMTNfMV8yNV8xXzE2OTc3)
|