ভোরের কাগজ: সোমবার, ২১ জানুয়ারি ২০১৩
হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) থেকে : আমতলীতে লটারির মাধ্যমে মালয়েশিয়াগামী ৯৬ জন ভাগ্যবান নির্বাচিত হয়েছেন। ১৩ জানুয়ারি থেকে ৩ দিনব্যাপী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রে অনলাইনের মাধ্যমে কৃষি কাজে অভিজ্ঞ ৩ হাজার ৬৬৮ জন নিবন্ধন করেন। এদের মধ্যে লটারীর মাধ্যমে ৯৬ জন ভাগ্যবান নির্বাচিত হয়েছেন ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল্লাহ জানান, উপজেলায় ৯৬ জন ভাগ্যবান ব্যক্তি লটারির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়েছে।
(source: Vhorer Kagoj) (link: http://www.bhorerkagoj.net/new/blog/2013/01/21/99460.php)
|