২০ জানুয়ারী, ২০১৩
বরগুনাঃ রবিবার দুপুরে বরগুনার আমতলীতে বৈঠাকাটা গ্রামের সোলাইমান খানের তুলার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । দুপুর ১২ টার দিকে মিলের মেশিন রুম এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয় । মুহূর্তের
মধ্যে আগুনের লেলিহান শিখা মেশিন রুম থেকে গুদাম এ ছড়িয়ে পড়ে । এ খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে ।
মিল ম্যানেজার আবু সায়েম জানান, মেশিন রুমে তুলা ছাটাই মাশিনের ঘর্ষণে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক দু’লক্ষাধিক টাকা। আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার হারুন- অর-রশিদ জানান, মেশিন রুম থেকে অগ্নিকাণ্ডের শুরু হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
(Source: Amader Barishal) (link: http://www.amaderbarisal.com/news/33826.aspx)
|