মো. জয়নুল আবেদীন, আমতলী (বরগুনা) : বরগুনার আমতলী সোনালী ব্যাংক শাখা থেকে ১৬ লাখ টাকা উধাও হয়েছে। ২০১০ সালের মার্চ মাসে লেজার বই থেকে গ্রাহকদের হিসাব কম্পিউটারে স্থানান্তর করার সময় ১৬ লাখ টাকা উধাও হওয়ার ঘটনা ধরা পড়ে। এ ঘটনা ধামাচাপা দিতে ৫ শতাধিক শিক্ষকের হিসাব স্থিতি (লিয়ন) করে রাখা হয়েছে। ভুক্তভোগী শিক্ষকরা জানান ব্যাংক থেকে টাকা তুলতে চেক জমা দিলে বলা হয় টাকা দেয়া হবে না। আপনি অতিরিক্ত টাকা নিয়েছেন। এ বলে চেক ফেরত দেয়া হয়। লিয়নকৃত শিক্ষকরা অভিযোগ করেন হিসাব দেখতে চাইলে তা ব্যাংক কর্তৃপক্ষ দেখাতে অস্বীকার করেন এবং শিক্ষকের সাথে খারাপ আচরণ করেন। পিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. সাকেরিন জাহান (হিসাব নং টি- ৪১৭) জানান তার হিসাবে অতিরিক্ত ১০ হাজার টাকা উত্তোলন করেছি বলে হিসাব লিয়ন করে রাখা হয়েছে। হিসাব দেখতে চাইলে ব্যাংক ম্যানেজার তা দেখাতে অপারকতা প্রকাশ করেন এবং খারাপ আচরন করেন।
ব্যাংক শাখা ব্যাবস্থাপক মো. জয়নুল আবেদীন জানান লেজার বই থেকে হিসাব কম্পিউটারে স্থানান্তর করার সময় ১৫ লাখ ৮৫ হাজার টাকার গরমিল পাওয়া যায়। ২০০৬-২০০৭ সালে শিক্ষকদের বেতনের টাকা লেজার বইতে পোস্টিং দেয়ার সময় ভুলবশত দু’বার একই টাকা পোস্টিং হয়েছে। কতিপয় শিক্ষক বেতনের টাকা উত্তোলনের সময় অতিরিক্ত টাকা নিয়েছে। এ টাকা সম্বনয় করার জন্য যারা অতিরিক্ত টাকা নিয়েছে এমন শিক্ষকের হিসাব লিয়ন করা হয়েছে। তিনি আরো বলেন শিক্ষকরা তাদের হিসাব দেখতে চাইলে তা দেখানো হচ্ছে।
(Source: The Daily Amader Orthoneeti) (Link:http://www.amaderorthoneeti.com/content/2013/01/07/news0414.htm)
|