 এনসানী আল মামুন,আমতলী: বরগুনার আমতলী উপজেলায় হাড় কাপানো শীত পরেছে। ঠান্ডাজানিত রোগ দ্রুত ছড়িয়ে পরছে। গত ৬ দিনে নিমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। রাতে আফিদ জামান নামে নয় মাসের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রী সেলসিয়াস। এ বছর এ এলাকার সর্ব রেকর্ড ভেঙ্গে হাড়কাপানো শীত পরেছে। ঠান্ডাজানিত রোগ সর্দি, কাশি, জ্বর ও নিউমোনিয়া দ্রুত ছড়িয়ে পড়ছে। আমতলী হাসপাতালে নিমোনিয়ায় আক্রান্ত ১৭ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘন্টায় আফিদ জামান (নয় মাস) ও মাইদুল (১৬ মাস) দুই শিশু ভর্তি হয়। এর মধ্যে আফিদ জামানের অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। রাতে সেখানে তার মৃত্যু হয়।
আমতলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইসমত আরা মাহবুব কলি জানান প্রচন্ড শীতে বাচ্চারা নিউমোনিয়ায় বেশী আক্রান্ত হচ্ছে।
খেপুপাড়া আবহওয়া অফিস সূত্রে জানাগেছে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রী সেলসিয়াস। প্রচন্ড শীতের কারনে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। (Source:Patuakhaliweb)(Link:http://www.patuakhaliweb.com/borguna/barguna-news/amtoli/5702-2012-12-29-11-53-20.html) |