আমতলী (বরগুনা) :'' আমার রেডিও আমার কথা বলে '' এ স্লোগান সামনে নিয়ে শুক্রবার বিকাল থেকে যাত্রা শুরু করেছে আমতলী কৃষি রেডিও (এফএম ব্যান্ড ৯৮.৮)। ২০১০ সালে কৃষি মন্ত্রণালয় এআইএস এবং এফএওর সহযোগিতায় বরগুনার আমতলী উপজেলা সদরে ১৭ কিলোমিটার ব্যাসার্ধে কৃষি রেডিওর সম্প্রচার শুরু হয়েছে। গত একবছর পরীক্ষামূলকভাবে চালু করে। কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। শুক্রবার বিকালে কৃষি রেডিও কেন্দ্রের চত্বরে কৃষি মন্ত্রণালয়ের পরিচালক জহির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষিবিধ ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এফএও-এর বাংলাদেশ প্রতিনিধি ড. শেখ আহাদুজ্জামান, এফএও প্রতিনিধি বাসারাত আলী, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক খন্দকার সিরাজুল করিম স্টেশন ম্যানেজার শরীফ ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী মো. আব্দুল্লাহ প্রমুখ। উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম শামসুদ্দিন শানু, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা প্রমুখ। উল্লেখ্য, সরকার ১৩টি এনজিওকে রেডিও কেন্দ্র চালুর অনুমোদন দিয়েছে। সাগর সৈকত আমতলীতে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এআইএস এবং এফএওর সহযোগিতায় কৃষি রেডিও কেন্দ্রটি চালু করা হয়। ৩২ ফুট উচ্চে এন্টিনার মাধ্যমে ১৭ কিলোমিটার ব্যাসার্ধে ৯৮.৮ এফ এম ব্যান্ডে রেডিও এবং মোবাইলে সম্প্রচার স্রোতারা নিয়মিত অনুষ্ঠান শুনতে পাবেন।
(Source: Amadershomoy) (Link:http://www.amadershomoy2.com/content/2012/12/31/news0284.htm)
|