হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) থেকে : আমতলীর পায়রা নদীতে গত শুক্রবার রাতে জেলে দুলাল গাজীর জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ।
আমতলী উপজেলার তালতলী খোট্টার চর সংলগ্ন পায়রা নদীতে জেলে দুলাল গাজীর সাইন জালে এ মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ৫ মণ। দৈর্ঘ্য ছয় হাত। স্থানীয় জেলেরা জানান, মাছটি দেখতে ডলফিন আকৃতির। কিন্তু চোয়াল দেখে বোঝা যাচ্ছে না এটি ডলফিন কিনা। জেলে পনু মিয়া বলেন, মোরা সাগরে মাছ ধরি। এই রহম মাছ দেহি নাই কোনোদিন।
উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু মোবাইল ফোনে বলেন, না দেখে বলা যাবে না এটা কোন প্রজাতির মাছ। আমি ছুটিতে আছি। সহকারী মৎস্য কর্মকর্তা জগদীশ চন্দ্র বলেন, মাছটি টুনা কিংবা ডলফিন তা বোঝা যাচ্ছে না। বর্তমানে মাছটি জেলে দুলাল গাজীর তত্ত্বยกাবধানে রয়েছে। গতকাল শনিবার সকাল থেকে মাছটি দেখার জন্য তালতলী বাজারে দুলাল গাজীর বাড়িতে হাজার হাজার মানুষ ভিড় করছে।
(Source:Vorer kagoj)
|