 কোম্পানীগঞ্জ উপজেলায় চরফকিরা ইউনিয়নের বিজয়নগর (এলাহী রাস্তার মাথায়) বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ভষ্মিভূত ছয়টি দোকান হয়ে গেছে । ২১শেফেব্রুয়ারি বৃহষ্পতিবার রাত সোয়া ১টার দিকে বসুরহাটের জনৈক ব্যবসায়ী কাজ শেষে বাড়িতে যাওয়ার সময় দেখেন যে, একটি দোকানের ভিতরে আগুন জ্বলছে। কিংকর্তব্যবিমুড় ঐ পথচারী স্থানীয় চেয়ারম্যানের কাছে ফোন করলে সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ী পৌছানোর পূর্বে ছয়টি দোকানের ভিতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার স্থলে গিয়ে কয়েকটি পোড়া টিন, অর্ধজ্বলা ঘরের খুঁটি, কয়লার স্তুপ, পুড়ে যাওয়া চাল, ডাল এর ছাই দেখা যায়। ক্ষতিগ্রস্থ জনৈক মুদি দোকানী কেফায়েত উল্যাহ ও মজু মিয়া মাথায় হাত দিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। জানা যায় অগ্নিকান্ডে ক্ষতির পরিমান প্রায় দশ লক্ষাধিক টাকা।
(Source: Noakhali Web) (Link:http://www.noakhaliweb.com.bd/detail.php?id=7635&catid=43&subcat=70&subcat1=78 )
|