নারায়ণগঞ্জ প্রতিনিধি | তারিখ: ১৫-০২-২০১৩:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার ভোরে ধাওয়া দিয়ে সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহূত সরঞ্জামাদিসহ একটি ট্রাক।
এর আগে গত বুধবার রাতে ঢাকার কামরাঙ্গীরচর থেকে আড়াইহাজার উপজেলার ডাকাতসর্দার ফারুককে (৩৬) দুটি গুলিভর্তি রিভলবারসহ গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা, খুন, ডাকাতিসহ আটটি মামলা রয়েছে বলে আড়াইহাজার থানার পুলিশ জানিয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান বলেন, গতকাল ভোরে উপজেলার তারাব রূপসী কাজীপাড়া এলাকায় টহল পুলিশ একটি ট্রাককে সিগন্যাল দিলে না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে সাত ডাকাতকে গ্রেপ্তার করেন।
ওসি আরও বলেন, ডাকাতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত লোহা কাটার ‘কাটার’সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
(Source: Prothom alo) (Link: http://www.prothom-alo.com/detail/date/2013-02-15/news/329366)
|