স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে: রূপগঞ্জ উপজেলার বড়ালু এলাকায় গতকাল বিকালে মাদক ব্যবসায় বাধা দেয়ায় মাদক ব্যবসায়ীরা নারীসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে। আশঙ্কাজনক অবস্থায় বড়ালু গ্রামের পিয়ারা বেগম, উম্মে কুলসুম ও আয়নাল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে বড়ালু এলাকার বারেক মিয়ার ছেলে কামাল হোসেন, রফিক মিয়া, আবদুল আউয়ালের ছেলে এমরান হোসেন, শরিফ মিয়া, ঘরজামাই আনোয়ার হোসেন, হোসনে আরা বেগম এলাকায় মাদক বিক্রি করে আসছে। পাশের বাড়ির আয়নাল হক মিয়া প্রায়শই মাদক ব্যবসায় বাধা দিয়ে আসছিল। গতকাল বাধা দিলে মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে পিয়ারা বেগম, উম্মে কুলসুম, আয়নাল হককে কুপিয়ে মারাত্মক জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
(Source: Daily Manab Zamin)
(Link: http://www.mzamin.com/details.php?nid=NDIxNzQ=&ty=&s=20&c )
|