রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর এলাকার আবদুল্লাহ স্পিনিং মিলে শনিবার ভয়াবহ অগি্নকা-ে বিপুল পরিমাণ উৎপাদিত সুতা, তুলা ও মেশিনারিজ যন্ত্রপাতি পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেন। রূপগঞ্জ থানার ওসি মঈনুর রহমান জানান, সকালে স্পিনিং মিলের ২ নাম্বার ইউনিটে দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন। সকাল ৭টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। শ্রমিকরা হুড়োহুড়ি করে বের হওয়ার সময় আমেনা বেগম, নাজমা আক্তার, নিলুফার ইয়াছমিন, সখিনা বেগমসহ ৭-৮ জন শ্রমিক আহত হন। খবর পেয়ে ডেমরার ৩টি, হাজীগঞ্জের ২টি ও কাঞ্চন ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মিল মালিক মোজাম্মেল হক ভূঁইয়া জানান, মিলের উৎপাদিত সুতা, তুলা যন্ত্রপাতি পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।
(Source: Jai Jai Din) (Link:http://www.jjdin.com/?view=details&type=single&pub_no=377&cat_id=1&menu_id=16&news_type_id=1&index=12)
|