রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জে অবৈধভাবে ঢাকা-সিলেট মহাসড়ক বোরিং করা কালে ৬ জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, ঢাকার তুরাগ থানার কামারপাড়া এলাকার সামসুল হক, ছামিউল, সিরাজ মিয়া, সফিকুল ইসলাম, ইমান আলী, লিটন ও আলম মিয়া।
(Source: Inqilab)
(Link: http://www.dailyinqilab.com/details_news.php?id=104925&&%20page_id=%2013 )
|