স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ কালীগঞ্জের সুবর্ণস্বারা গ্রামে দু বাড়িতে গত রোববার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল হাতবোমা ফাটিয়ে সোনার গয়না, নগদ টাকাসহ মালামাল লুট করে। ডাকাতদের হামলায় দু গ্রামবাসী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সুবর্ণস্বারা গ্রামের অমল কুমার জানান, তারা রাতে গ্রাম পাহারা দেন। গত রোববার রাতেও ৪ জন পাহারায় ছিলেন। রাত ২টার দিকে দুজন বাড়িতে যান। অপর দুজন পাহারায় থাকা অবস্থায় রাত আড়াইটার দিকে ১৫-১৬ জনের একদল ডাকাত তাদের ওপর চড়াও হয়। ডাকাতেরা তাদের মারধর করে বেঁধে রেখে গ্রামের সাধন কুমার ও নিতাই কুমারের বাড়িতে ডাকাতি শুরু করে। তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে আসে। মোবাইলফোনে তাৎক্ষণিক সুবর্ণস্বারা পুলিশ ফাঁড়ির সদস্যদের জানানো হলেও তারা সহযোগিতায় এগিয়ে আসেনি বলে অভিযোগ করা হয়েছে। এ সময় গ্রামবাসী ডাকাতদের প্রতিরোধ করতে গেলে ৬-৭টি বোমা ছুঁড়ে মারে। এতে গ্রামের স্বপন কুমার (৪০) ও বিকাশ কুমার (৩৫) নামের দুজন আহত হন। প্রায় আধা ঘণ্টা ধরে ডাকাতেরা লুটপাট চালায়। এলাকাবাসীর অভিযোগ, ডাকাতেরা চলে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পর মাত্র তিন-চারশ গজ দূরে থাকা ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে আসে।
(Source: Mathabhanga) (Link:http://mathabhanga.com/details.php?id=62356&date=2013-02-12)
|