 ঘৃতের মতো সুঘ্রান। তাই এই মরিচের নাম ঘৃত বোম্বাই মরিচ। সাধারন মরিচের তুলনায় ঝালও বেশী। আমাদের দেশের গ্রামাঞ্চলে সাধারনত এ চাষ হয়। আর সেখান থেকেই ঢাকাসহ বড় বড় শহরে রফতানী হয়। ছবিটি কীর্ত্তিপাশা ইউনিয়নের ”ডুমুরিয়া” থেকে তোলা হয়েছে।
Source:http://www.jhalakathiweb.com/?p=319 |