 কীর্তিপাশা জমিদার বাড়ী
রাজা কীর্তি নারায়ণের নাম অনুসারে কীর্তিপাশা। রামজীবণ সেন কীর্তিপাশা জমিদার বাড়ীর প্রতিষ্ঠাতা। এ বংশের সন্তান রোহিনী রায় চৌধুরী ও তপন রায় চৌধুরী দুটি উজ্জবল নক্ষত্র। গাবখান নদীর তীরে স্টীমার ঘাট রোহিনী গঞ্জ রোহিনী রায় চৌধুরীর অবদান। সেই সাথে ইতিহাস গ্রন্থ বাকলা কীর্তিপাশায় আছে হাসপাতাল যা ঝালকাঠি থানা সদরে (জেলা সদর) হাসপাতালের চেয়েও পুরাতন। সতিদাহ প্রথার চিহ্ন একটি সহমরন সমাধির চিহ্ন আছে এখনও। রোহিনী রায় চৌধুরীর সমাধিটি নতুনভাবে নির্মান করা হয়েছে। পারিবারিক শিব মন্দির এবং একটি শিব মূর্তি আছে এখনো। ঝালকাঠি সদর থেকে ৪/৫ কিঃমিঃ উত্তর পশ্চিম দিকে অবন্থিত কীর্তিপাশা গ্রাম।
|