মাধবপুর(হবিগঞ্জ)সংবাদদাতা:
শিক্ষার্থী,শিক্ষক, স্কুলঘর, পরিচালনা কমিটি সবই আছে। শুধু সরকারি রেজিস্ট্রেশন নেই মাধবপুর উপজেলার বৈকুণ্ঠপুর চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টির। সরকারি অনুমোদন না পেয়ে শিক্ষার পরিবেশ হারাচ্ছে। দীর্ঘ ২ বছর ধরে ৪ জন শিক্ষক বিনা বেতনে পাঠদান করছেন। বেতন না পেয়ে শিক্ষকরা পাঠদানে আগ্রহ হারাচ্ছেন। মাধবপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল বৈকুণ্ঠপুর চা বাগান। আশে-পাশে ২/৩ কিলোমিটার জুড়ে নেই কোন প্রাথমিক বিদ্যালয়। এ এলাকার শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণ খুবই কষ্টকর । বাগানবাসীরা তাদের ভবিষ্যত্ প্রজন্মকে শিক্ষার আলোতে আলোকিত করতে বাগান কর্তৃপক্ষের কাছ থেকে ৩৩ শতাংশ জায়গা স্কুলের নামে লিখে নেয়। নিজেরা স্কুলঘর, চেয়ার-টেবিল, বেঞ্চ, শৌচালয় তৈরি করে গঠন করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটি। পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে নিয়ম মোতাবেক ৪ জন শিক্ষক নিয়োগ দিয়েছেন। প্রধান শিক্ষক শামিমা ইসলাম শান্তা, সহকারী আমেনা বেগম, স্বর্ণালী পাল ও আকলিমা বেগম। শিক্ষকরা ২ বছর ধরে বিনা বেতনে স্কুলে পাঠদান করছেন। বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১৫০ জন । সরকারি সকল নিয়ম, শর্ত পূরণসাপেক্ষে অনেক আবেদন-নিবেদন করেও সরকারি অনুমতি পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির লোকজন। এ বিষয়ে মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মমতা কর্মকার জানান- সরকারি অনুমতির জন্য তিনি উল্লেখিত বিদ্যালয়ের সকল কাগজপত্র সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবরে পাঠিয়েছেন। পরিচালনা কমিটির সভাপতি বাবুল চৌহান বলেন, জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে তারা সমপ্রতি যোগাযোগ করেছিলেন। জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়ে দিয়েছেন সরকার স্কুল রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে আদেশ আসলে রেজিস্ট্রেশন করা হবে ।
(Source: Ittefaq) (Link:http://ittefaq.com.bd/index.php?ref=MjBfMDFfMDdfMTNfMV8yNV8xXzkzNzM)
|